নুসরাত ও মনির হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চায় মৌলভীবাজার সচেতন তরুণ সমাজ
একুশে জার্নাল
এপ্রিল ১৫ ২০১৯, ১৬:১৩

একুশে জার্নাল: ফেনীতে মাদরাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যা, ঢাকার মাদরাসা ছাত্র মনির হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রমাগত নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষক ও খুনিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষাভ সমাবেশ করেছে মৌলভীবাজার সচেতন তরুণ সমাজ।
১৪ এপ্রিল রবিবার বেলা ২টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন পরবর্তী বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন-শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল ও মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম’র সভাপতি, সাংবাদিক-কলামিস্ট এহসান বিন মুজাহির।
সমাবেশে সভাপতিত্ব করেন শমসের নগর দারুসসুন্নাহ উসমানগড় মাদরাসার সহকারী পরিচালক ও মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম’র সহ-সভাপতি, তরুণ আলেম মাওলানা এহসানুল হক জাকারিয়া।
আবাবিল সাংস্কৃতিক ফোরাম মৌলভীবাজার’র পরিচালক শাহ মিসবাহ’র সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার দরুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা সাইফুর রহমান ফয়সল, মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম’র সেক্রেটারি মুহাম্মদ আশিকুর রহমান, হাসান আহমদ খান, ইমাদ উদ্দিন, ছন্দপাতার সম্পাদক ছড়াকার হাসান মাহমুদ, নির্বাহী সম্পাদক মস্তাকিম আল মুন্তাজ তালুকদার, সহসম্পাদক মনিরুল ইসলাম জহির, কে এম আব্দুল হক, খলিলুর রহমান নাফে, হিফজুর রহমান, আলী আহমদ, আকরাম আহমাদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা নুসরাতকে যারা পুড়িয়ে হত্যা করেছে এবং ঢাকায় মাদরাসা ছাত্র মনিরকে যারা খুন করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। হত্যাকারী যেই হোক না কেনো তাদেরকে চিহ্নিত করে ফাঁসির দাবিও জানান তারা।