নুরের ওপর হামলার বিচার চান ড.কামাল

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ১৮ ২০১৯, ২২:০৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলার বিচার চেয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো দলের দফতর সম্পাদক মোহাম্মদ আজাদ হোসেনের সই করা বিবৃতিতে এ বিচার চাওয়া হয়েছে।

বিবৃতিতে ড. কামাল বলেন, ‘ভারতের নতুন নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে ভারতজুড়ে চলমান আন্দোলন এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার ডাকসু ভিপি নুরের ডাক দেওয়া সংহতি ও প্রতিবাদ সমাবেশে ছাত্রলীগের হামলায় তিনিসহ কয়েকজন ছাত্র আহত হন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’ হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তিনি।

এদিকে, বুধবার পৃথক বিবৃতিতে নুরের ওপর হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের বিচার দাবি করেছেন গণফোরাম সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।