নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে, নিহত ৭
একুশে জার্নাল ডটকম
আগস্ট ১৫ ২০২১, ১২:৪৪

কক্সবাজারে চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস পুকুরে পড়ে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
রবিবার সকাল ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌরসভার কমিশনারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই পাঁচজন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন দুইজন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছেন।
নিহতরা হলেন- মাইক্রোবাসের যাত্রী কক্সবাজারস্থ ঘোনাপাড়ার প্রদীপের মা রানী রুদ্র (৬০), স্ত্রী পূর্ণিমা (৩৫), তার ৩ বছরের সন্তান বেবী, চকরিয়াস্থ ডুলাহাজারা ইউনিয়নের বৈরাগীর খিলের রাম মাস্টারের ছেলে রতন বিজয় (৫০), তার স্ত্রী মধুমিতা (৪৫), পথচারী চকরিয়াস্থ ফাসিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাতেমা বেগম ও অজ্ঞাত এক যাত্রী।
চকরিয়া হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রিয়াসাদ আজিম জানান, আহত কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।