নিহতদের স্মরণে ভোলায় দোয়া মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন
একুশে জার্নাল
অক্টোবর ২৫ ২০১৯, ০২:২৮
ভোলার বোরহানউদ্দিনে পুলিশের গুলিতে নিহত মুসল্লীদের স্মরণে শুক্রবারের (২৫ অক্টোবর) সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের পূর্ব-ঘোষিত দোয়া মাহফিল প্রশাসনের লিখিত অনুমতি দেয়নি প্রশাসন। বাধ্য হয়ে আয়োজকরা মাহফিল স্থগিত করেছেন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে সংগঠনটির যুগ্ম সদস্য সচিব মাওলানা মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত কয়েক দিনের আলোচনায় প্রশাসন আমাদের শুক্রবারের দোয়া মাহফিলের মৌখিক অনুমতি দিয়েছে। আমরা সে অনুযায়ী শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি করার প্রস্তুতিও নিয়েছি। কিন্তু বৃহস্পতিবার বিকালে আমরা জেলা প্রশাসকের কাছে লিখিত অনুমতি চাইলে তিনি অনুমতি দেননি। বরং শুক্রবার ভোলায় সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে রাতে আমাদের কাছে একটি চিঠি পাঠান। এরপর আমরা আমাদের দোয়া মাহফিল স্থগিত করেছি। পরবর্তীতে আলোচনা করে কর্মসূচি ঘোষণা করবো।
লিখিত নিধোজ্ঞায় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক উল্লেখ করেন, গত ২০ অক্টোবর তারিখের ভোলার বোরাহনউদ্দিনের উদ্ভুত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভোলা জেলার আইনশৃঙ্খলার স্বার্থে আপতত সভা সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না। এ কারণে ২৫ অক্টোবর ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আপনাদের (সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের) আয়োজনের অনুমতির বিষয়টি নামঞ্জুর করা হল।