নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: টেকনাফে কারেন্ট জাল পুড়িয়েছে কোস্টগার্ড

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ২৬ ২০২০, ০০:৩১

কায়সার হামিদ মানিক, স্টাফ রিপোর্টার, কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফ বাহার ছড়া বঙ্গোপসাগরে মাছ ধরার উপর সরকারের ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় বাহারছড়া কচ্ছপিয়া নৌকার ঘাটে বিসিজি আউট পোস্ট বাহারছড়ার সিসি মোহাম্মদ এরশাদের নেতৃত্ব অভিযান চালিয়ে জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫জুন) দুপুর ১২ টার দিকে অভিযান চালিয়ে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া দক্ষিণ নৌকার ঘাটে প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। পুড়ানো জালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

গত ২০ মে থেকে শুরু হয়ে আগামী ২৩ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।