নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ২৭ জেলেকে আটক, ২ লক্ষ টাকা জরিমানা
একুশে জার্নাল
জুন ২৮ ২০২০, ২২:৩১

মোঃ মেহেদী হাসান, পটুয়াখালী প্রতিনিধি: মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাছের প্রজনন মৌসুম ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। সদাশয় সরকারের এই সিদ্ধান্তের ফলে বিগত বছরগুলোতে বাংলাদেশে মাছের উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও সরকার ৬৫ দিনের জন্য এ নিষেধাজ্ঞা জারি করেছে।
নিষেধাজ্ঞা অমান্য করে মহিপুর ও আলিপুরের কিছু অসাধু মৎস্য ব্যবসায়ী সমুদ্রে অবৈধভাবে মাছ ধরার জন্য ট্রলার পাঠিয়েছে মর্মে জানতে পেরে পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম মহিপুর থানাকে তাদের ধরার জন্য নির্দেশ প্রদান করেন। উক্ত নির্দেশনা পেয়ে মহিপুর থানার একটি চৌকস দল নদী পথে শিববাড়িয়া নদীতে ওঁত পেতে থাকে। গভীর সমুদ্রে অবৈধভাবে মাছ শিকার করে মহিপুর বন্দরে ফেরার পথে অদ্য ২৮/০৬/২০২০ তারিখ রাত অনুমান ০২.২৫ ঘটিকায় উক্ত আভিযানিক দলটি ০৪ টি মাছ ধরার ট্রলার-
১। এফবি সাহারামনি; মালিক- মোঃ মাহাবুব খলিফা,
২। রিতু ফিস-১; মালিক- আনোয়ার শিকদার,
৩। এফবি মায়ের দোয়া -২; মালিক- মোঃ ইদ্রিস মুন্সি,
৪। এফবি মায়ের দোয়া; মালিক- মোহাম্মদ আশরাফ মোল্লাসহ ২৭ জন মাঝি মাল্লাকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত প্রত্যেকটি বোট মালিককে ৫০ হাজার টাকা করে মোট ২ লক্ষ টাকা জরিমানা করে তা আদায় হয়।
পটুয়াখালী জেলা পুলিশ জনকল্যাণে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে।