নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে পার্লামেন্ট থেকে পদত্যাগ করছেন ইমরান খান
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১১ ২০২২, ১৫:৫২

পাকিস্তানের জাতীয় সংসদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ইমরান খান। সেই সঙ্গে কোনো অবস্থাতেই চলমান অ্যাসেম্বলিতে বসবেন না বলেও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ক্ষমতা হারানোর পর প্রথমবারের মতো সোমবার (১১ এপ্রিল) পার্লামেন্টে হাজির হয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সদ্য সাবেক এই প্রধানমন্ত্রী। সেই সঙ্গে অনুষ্ঠিতব্য নির্বাচন বর্জনের ঘোষণাও দিয়েছেন তিনি।
এর আগে পিটিআই সংসদীয় দলের বৈঠকে পদত্যাগের কথা জানালে সদস্যরা ইমরান খানকে আশ্বস্ত করে বলেন, আমাদের আসন আপনাদের ভরসা, আপনারা যখন খুশি পদত্যাগ করুন। এ সময় পিটিআই সিনেটর ফয়সাল জাভেদও ভরসা দিয়ে বলেন, পুরো দল ঐক্যবদ্ধ।
বিস্তারিত আসছে…