নির্বাচন নিয়ে সরকার আবারো তামাশা করবে; ফখরুল

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ২৭ ২০১৯, ১৮:৩৫

নির্বাচন নিয়ে বর্তমান সরকার আবারও তামাশা করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

বৃহস্পতিবার বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন আসন্ন ঢাকা মহানগর সিটি কর্পোরশেন নির্বাচনে ২০নং ওয়ার্ডের কাউন্সিলর পদের মনোনয়ন ফরম ক্রয়ের পর তার বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়।

মির্জা ফখরুল বলেন, রফিকুল ইসলাম স্বপনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এটি আবারও প্রমানিত হলো যে, নির্বাচন নিয়ে বর্তমান সরকার আবারও তামাশা করবে। সরকার দেশের আইন কানুন তোয়াক্কা না করে কেবলমাত্র হয়রানীর উদ্দেশ্যে বিএনপি এবং বিরোধী দলগুলোর নেতাকর্মীদের ওপর বেপরোয়া গতিতে জুলুম নির্যাতন অব্যাহত রেখেছে। আমরা এ ধরনের অমানবিক কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য বারবার সরকারের প্রতি আহবান জানালেও ক্ষমতা হারানোর ভয়ে সরকার তাতে কর্ণপাত না করে দিনের পর দিন আরো হিংস্র হয়ে উঠছে।

মির্জা ফখরুল রফিকুল ইসলাম স্বপনকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি জানান।