নির্বাচন কমিশন আইন নতুন মোড়কে পুরোনো জিনিস: জিএম কাদের

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ২৯ ২০২২, ১৮:১৫

নির্বাচন কমিশন আইন ২০২২, নতুন মোড়কে পুরোনো জিনিস বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

শনিবার দুপুরে বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: নির্বাচন কমিশন গঠন বিল সংসদে পাস

নতুন এ আইনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। তবে, সরকার কাদের নিয়োগ দিবে তার উপর ভিত্তি করে পরবর্তী নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিবে কিনা তা নির্ধারণ করবে দলটি। তিনি বলেন, নতুন করা আইনটি পুরাতন পদ্ধতিকে একটি আইনগত কাঠামোতে এনে আইন সম্মত করা হচ্ছে। এই আইনটি করার পরেও অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের ক্ষেত্রে পূর্বের মতো সংশয় থেকে যাচ্ছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী তার দলীয় বিবেচনায় যেকোন ব্যক্তি মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে মনোনীত করার সুযোগ থাকবে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান আইনটিতে যাতে এই সুযোগ না থাকে সেজন্য সংবিধানের অনুচ্ছেদ ৪৮ এর ৩ ধারার পরিবর্তন করে নির্বাচন কমিশন নিয়োগ দানের বিষয়টিও সরাসরি রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করা প্রয়োজন ছিল মত প্রকাশ করেন তিনি।

কাদের বলেন, বর্তমান যে আইনটি পাশ হয়েছে তাতে শুধুমাত্র নির্বাচন কমিশন গঠন বিষয়টি বিবেচনা করা হয়েছে, তাদের যথাযথ ক্ষমতার বিষয়টি বিদ্যমান আইনের আওতায় আনা হয়নি।