নির্বাচনে সংখ্যালঘুদের নিরাপত্তা দাবী ঘাদানিকের

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ১৩ ২০১৮, ২১:১৫

এই নির্বাচনেও যেনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং কোন সংখ্যালঘু যেনো দেশ ছেড়ে যেতে বাধ্য না হয় সেটি রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন পর্যবেক্ষকরা। মঙ্গলবার( ১৩ নভেম্বর) বিকেলে জাতীয় মানবাধিকার কমিশনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাথে এক মত বিনিময়ে তারা এ কথা বলেন আলোচকরা।

এ সময় তারা ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ সেলের পাশাপাশি পুলিশ ফাঁড়ির ব্যবস্থা রাখার কথা জানান। জামায়াতের নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনায় উঠে আসলে , সংবিধানের সাথে সাংঘর্ষিক কোন রাজনৈতিক মতাদর্শের সদস্যদের নির্বাচনে অংশ নেয়া বেআইনি বলে মত দেন তারা। এ সময় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, ‘এর আগে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন হয়েছিল। তাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। সেই বিষয়ের যেনো আর না ঘটে, সংখ্যালঘু সম্প্রদায় যাতে নির্ভয়ে ভোট দিতে পারে তার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।’ একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘দুর্গম এলাকাগুলোতে বিশেষ পুলিশ ফাঁড়ি স্থাপন করতে হবে। যদি হামলা হয় তাহলে হামলাকারীকে গ্রেফতার করা যায়।’