নির্বাচনে দেয়া প্রতিশ্রুতির চেয়ে বেশি কাজের অঙ্গিকার সাংসদ ভান্ডারীর
একুশে জার্নাল
জানুয়ারি ২২ ২০১৯, ০৯:৩০

চট্টগ্রামের ফটিকছড়ির সাংসদ ও বাংলাদেশ তরিকত ফেডারেশরেন চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেছেন, নির্বাচনের পূর্বে ফটিকছড়িবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছি, তার চেয়েও বেশি উন্নয়ন কাজ করা হবে। ফটিকছড়ির প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ, শিক্ষা ও অন্যান্য খাতে উন্নয়নের মেগা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিগত সময়ে শুরু অনেক উন্নয়ন কাজ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। চলমান উন্নয়নের কর্মযজ্ঞগুলোর বাস্তবায়ন ও সামনের সময়ে নেয়া সবগুলো কাজ শেষ হলে ফটিকছড়ির চিত্র পাল্টে যাবে।-
গত (২০ জানুয়ারী) রোববার, বিকালে দক্ষিণ ফটিকছড়ির নেতা-কর্মীদের নিয়ে এলাকাবাসীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা অা.লীগ নেতা এইচ এম অাবু তৈয়ব, উপজেলা প্রকল্প কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, চেয়ারম্যান সোলায়মান বি.কম, চেয়ারম্যান হারুনর রশিদ ইমন, চেয়ারম্যান কাইয়ুম, চেয়ারম্যান অহিদুল অালম, চেয়াম্যান অাব্দুল হালিম, উপজেলা তরিকত ফেডারেশনের সভাপতি বেলাল উদ্দীন শাহ, অা’লীগ নেতা অাহমেদুর রহমান, ইউ.পি সদস্য শহীদুল ইসলাম অাকাশ, যুবলীগ নেতা মোরশেদুল অালম, জিয়া প্রমূখ।
এ সময় সাংসদ ফটিকছড়িতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সর্বস্তরের মানুষের সহযোগীতা কামনা করেন।