নির্বাচনের জন্য পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা
একুশে জার্নাল ডটকম
জানুয়ারি ২০ ২০২০, ১৯:১৩
সিটি নির্বাচনের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ (বিশেষ) পরীক্ষা-২০১৮ স্থগিত করা হয়েছে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত নোটিশে বলা হয়েছে, পরীক্ষা অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সোমবার প্রকাশিত নোটিশে আরো জানিয়েছে, শনিবারের (১ ফেব্রুয়ারি) পরীক্ষা আগামী রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১টায় অনুষ্ঠিত হবে। এছাড়া এ পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচী অপরিবর্তিত থাকবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) থেকে জানা যাবে।