নির্বাচনের আগে অপ্রয়োজনীয় গ্রেফতার নয়: সিইসি

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ০৭ ২০২০, ১২:৩১

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের আগে দৃশ্যমান অপরাধ ছাড়া কোনো অপ্রয়োজনীয় গ্রেফতার করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি জানান, এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হবে।

সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিএনপির প্রতিনিধিদল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করতে এলে তাদের এ আশ্বাস দেন সিইসি।

সিইসি বলেন, বিএনপি পুলিশি হয়রানি, প্রার্থীদের ভয়ভীতি, হামলার অভিযোগ করেছে। আমরা বলেছি আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে বসে তাদের কঠোর নির্দেশনা দেবো যেন নির্বাচনের সময় কোনও অপ্রয়োজনীয় হয়রানি না করে।

তিনি আরও জানান, এর অর্থ এই নয় কেউ ক্রিমিনাল অফেন্স করলো বা আদালত কারও বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলো তাকে নির্বাচনি দোহাই দিয়ে গ্রেফতার করা যাবে না। আর কোনটি প্রয়োজনীয় কোনটি অপ্রয়োজনীয় তা নিয়ে কমিশন পুলিশের সঙ্গে বসবে। সচিব সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি নিজেও আলাদাভাবে কথা বলবো। আমার সঙ্গে অনানুষ্ঠানিকভাবে কথা হয়েছে, তারা কখনও নির্বাচন নিয়ে পক্ষপাতমূলক আচরণ করবে না।

এর আগে বিএনপির প্রতিনিধি দলের প্রধান ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের একই কথা বলেন।

তিনি বলেন, বিএনপি ও বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর পুলিশের অভিযান চালানো হয়। ভয়ভীতি দেখানো হয়, গ্রেফতার করা হচ্ছে। নির্বাচন কমিশন কথা দিয়েছে সেই অভিযান আর হবে না। দৃশ্যমান কোনও ঘটনা না ঘটলে ৩০ জানুয়ারি পর্যন্ত গ্রেফতার বন্ধ থাকবে।

সিইসি আরও বলেন, সিইসি আমাদের কথা শুনেছেন। কে এম নুরুল হুদা বলেছেন, তিনি এসব বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনকে নির্দেশ দেবেন যাতে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক থাকে।