নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাসহ ৩দফা কর্মসূচী ঘোষণা জাতীয় ঐক্যফ্রন্টের
একুশে জার্নাল ডটকম
জানুয়ারি ০৮ ২০১৯, ১৩:৫৬

একুশে জার্নাল: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ করে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে জাতীয় ঐক্যফ্রন্ট ঘোষণা করেছে তিন দফা কর্মসূচি- জাতীয় সংলাপ, নির্বাচনী ট্রাইব্যুনালে প্রার্থীদের মামলা করা এবং ভোটের দিন ক্ষতিগ্রস্ত এলাকায় সফর।
মঙ্গলবার বিকালে বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় অনুষ্ঠিত বৈঠকে এ তিন দফা কর্মসূচি চূড়ান্ত করেন নেতারা।
বৈঠক শেষে ফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন কমিশন (ইসি) ভোটারদের সঙ্গে প্রতারণা করে প্রহসনের নির্বাচন করেছে। নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে, কেন্দ্র দখল হয়েছে, আগেই ব্যালট পেপারে সিল মারা হয়েছে।
তিনি বলেন, সেনাবাহিনীকে নিস্ক্রিয় করে একাদশ নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে সরকার। এই নির্বাচন গোটা জাতি প্রত্যাখ্যান করেছে। আমরা পুনঃনির্বাচন দাবি করছি।
মির্জা ফখরুল ঐক্যফ্রন্টের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় সংলাপ, নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা ও জনমত তৈরিতে ঐক্যফ্রন্ট নেতাদের বিভিন্ন জেলা সফর।
এর আগে বিকাল ৪টায় ড. কামাল হোসেনের বেইলি রোড়ের বাসবভনে এ বৈঠক শুরু হয়। দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে নির্বাচন পরবর্তী কর্মসূচি ও ভোটের ফল নিয়ে মামলা ও ভোট কারচুপির অভিযোগ কূটনীতিকদের অবহিত করার বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য জগলুল হায়দার আফ্রিক, নাগরিক ঐক্যের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার।
এছাড়া নির্বাচন ইস্যুতে আমরা জাতীয় সংলাপ ডাকবো। আর প্রার্থীরা নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করবেন। বৈঠকে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।