নির্বাচনী আইন সংশোধনী প্রস্তাব প্রত্যাখান করেছে বিএনপি

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ১০ ২০২০, ১৯:৩১

রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন-২০২০, নির্বাচনী আইন সংশোধনী প্রস্তাব ও স্থানীয় সরকার আইন-২০২০ প্রণয়নে নির্বাচন কমিশন যে উদ্যোগ নিয়েছে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কমিশনের এ সিদ্ধান্তকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন সরকারের ইচ্ছা বাস্তবায়নে এমন উদ্যোগ নিয়েছে ইসি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন আইন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য আইন, জাতীয় সংসদ নির্বাচনী ‘আরপিও’ এ অনেকগুলো মৌলিক সংশোধনী আনা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের এই উদ্যোগকে অপ্রয়োজনীয় ও উদ্দেশ্যপ্রণীত আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে।

এসময় মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচন কমিশন আইন সংশোধনে রাজনৈতিক দলসহ অংশীদারের সঙ্গে আলোচনা করার প্রয়োজনবোধ মনে করেনি। তাদের তো নিজের থেকেই পদত্যাগ করা উচিৎ।