নির্ধারিত সদস্যদের নিয়ে খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ১৯ ২০২১, ২২:২৯

মহাসচিব ড. আহমদ আবদুল কাদের-সহ গ্রেফতারকৃত উলামাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবী —অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক
আজ ১৯ নভেম্বর শুক্রবার সকাল ৯:৩০টায় রাজধানীর একটি রেস্টুরেন্টে কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলমের সভাপতিত্বে নির্ধারিত সদস্যদের নিয়ে এক তরবিয়তি মজলিস অনুষ্ঠিত হয়।
উক্ত তরবিয়তি মজলিসে প্রধান অতিথির আলোচনা পেশ করেন খেলাফত মজলিসের সংগ্রামী আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ ইসহাক।
দিনব্যাপী তরবিয়তি মজলিসে অন্যান্যদের মধ্যে আলোচনা পেশ করেন সংগঠনের সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির আলোচনায় আমীরে মজলিস অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। চাল-ডাল, তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষ দিশেহারা। জ্বালানী তেলের মূল্য ও বাসভাড়া বৃদ্ধির কারণে জনজীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। বিশ্ববাজারে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির কথা বলে দেশে ডিজেল-কেরোসিনের দাম বাড়ানো হলো ও পরিবহণ খরচ বৃদ্ধি করা হলো। অথচ ইতিমধ্যেই বিশ্ববাজারে তেলের মূল্য চারদফা কমেছে, কিন্তু এখন ডিজেল-কেরোসিনের দাম কমিয়ে বাসসহ পরিবহন ভাড়া পুনঃনির্ধারণ করা হচ্ছে না। জনগণের ভোগান্তি কমছে না। তাই জনগণের স্বার্থে অবিলম্বে ডিজেল-কেরাসিন ও জ্বালানী গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে, বাসভাড়া কমাতে হবে।
তিনি খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের-সহ গ্রেফতারকৃত উলামাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবী করেন।