নিরাপদ সড়ক দিবসে মানিকগঞ্জ-সিংগাইর সড়কে ঝরলো ৩ প্রাণ
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ২২ ২০২০, ১৬:৫৫
মিলন মাহমুদ (মানিকগঞ্জ): আজ ২২ অক্টোবর নিরাপদ সড়ক দিবস। আর আজকের এই দিনে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঋষিপাড়া এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন যাত্রী।
নিহতরা হলেন বাসের চালক হৃদয় মিয়া, বাসের যাত্রী সদর উপজেলার বেতিলা গ্রামের আব্দুল হামিদের স্ত্রী আনোয়ার বেগম ও পথচারী নিখিল। এদের মধ্যে পথচারী নিখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর দুজন ঘটনাস্থলে মারা গেছেন।
পত্যক্ষদর্শীরা জানান – বেলা ২ টার দিকে হরিরামপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শুকতারা সার্ভিসের একটি বাস(মেহেরপুর জ-১১০০০৪) সিংগাইরের ঋষিপাড়ায় এসে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দিয়ে রাস্তার পাশের খাদে পরে যায়।
এ ঘটনায় ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে নেয়ার পর ১ জনের মৃত্যু হয়।
খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।