নিরাপদ সড়ক দাবী,স্পিড ব্রেকার রঙ,পরিচ্ছন্ন ক্যাম্পাস কর্মসূচি
একুশে জার্নাল
নভেম্বর ২৭ ২০১৮, ০৬:০৯
কাজী শহিদুল্লাহ ওয়াহিদ; নিরাপদ সড়কের দাবী, স্পিড ব্রেকারে রঙ, পরিচ্ছন্ন এলাকা-পরিচ্ছন্ন ক্যাম্পাস ও গ্রুপ ওয়ার্ক এর মাধ্যমে শেষ হলো দুদিনের কর্মসূচী। ইউএনডিপির (UNDP) সহযোগীতায় এই কর্মসূচীতে অংশ নিয়েছিলো দীঘিনালা সরকারি কলেজের অর্ধশত শিক্ষার্থী।
১ম পর্ব (২৪ নভেম্বর)শনিবার, নিরাপদ সড়কের দাবীতে সকাল ১০টায় সচেতনতামূলক র্যালী, মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়। তাছাড়া মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধকরণ, ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে জানানো ও অধিক যাত্রী ও অধিক মালামাল পরিবহণ না করতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা রাস্তায় নেমে চালকদের অনুরোধ করেন।
প্রথম পর্বের উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবু নব কমল চাকমা মহোদয়। উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ মন্টু বিকাশ চাকমা, উপাধ্যক্ষ বাবু তরুণ কান্তি চাকমা, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু ভাই, ইউএনডিপি প্রতিনিধি সাইমা নিজামী, প্রভাষক দুলাল হোসেন স্যার, যুব রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউট লিডার দিদারুল আলম রাফি, রোভার লিডার রবিউল আউয়াল।