নিরাপদ সড়কের দাবীতে সিলেটে শিক্ষক -শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ৩০ ২০১৮, ১৪:৩৭

একুশে জার্নাল সিলেট: নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও গণসচেতনতার লক্ষ্যে সিলেটে হযরত শাহপরাণ (রহ.) উচ্চবিদ্যালয়ের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আজ রবিবার (৩০ সেপ্টেম্ব) সিলেট টু তামাবিল সড়কে সকাল এগারোটায় সারিবদ্ধভাবে সকল শিক্ষার্থী- শিক্ষকবৃন্দ অবস্থান নেন।

আমাদের সড়ক আমাদের জন্য নিরাপদ হোক।

“পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” এই স্লোগানকে সামনে রেখে ছাত্র-ছাত্রীরা বিপুল উৎসাহ নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহন করে।
জনসচেতনতামূলক বিভিন্ন স্লোগান ও বক্তব্য প্রদান শেষে বেলা বারোটায় অবস্থান কর্মসূচি শেষ হয়।

শিক্ষার্থীদের দাবী, “পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়।”

এসময় উপস্থিত ছিলেন হযরত শাহপরাণ (রহ.) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব খসরুজ্জামান তফাদার,
একই স্কুলের শিক্ষক জোয়াদ খান, শামছুল ইসলাম শামীম,আব্দুল মান্নান,মকবুল হোসাইন, আলিম উল্লাহ,
ফিরোজা সুলতানা, নীলিমুননেছা খানম, ফাতিমা খাইরুন নাহার, মুসলিমা আক্তার, শাহানা আক্তারসহ সকল শিক্ষকবৃন্দ।