নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখার সংবাদ সম্মেলন 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ০১ ২০২২, ০০:৪৪

জুড়ী উপজেলা প্রতিনিধি: নিরাপদ সড়ক চাই (নিসচা) জুড়ী উপজেলা শাখার উদ্যোগে মাসব্যাপী পালিত কর্মসূচির সমাপ্তি উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়।

নিসচা কেন্দ্রীয় কমিটির নির্দেশে স্থানীয় একটি রেস্টুরেন্টে আজ (সোমবার) ৩১ অক্টোবর রাতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শাখার মাস ব্যাপি বিভিন্ন সড়ক দুর্ঘটনা প্রতিরোধ মূলক কার্যক্রম তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য তাহমিদ ইশাদ রিপন, জুড়ী উপজেলা শাখার সহ-সভাপতি প্রভাষক লিটন রঞ্জন দত্ত, সহ-সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জসীম, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক জসিম উদ্দিন, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক ইঞ্জিনিয়ার ফখরুল আবেদিন রুবেল, কার্যকরী সদস্য আতিকুর রহমান বেলাল, মাসুম ইসলাম জিসান, আশরাফুল ইসলাম, সাদেকুর রহমান, আব্দুল্লাহ শহীদ জাবের প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমদ রাসেল, সিনিয়র সদস্য ও দৈনিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, সিনিয়র সাংবাদিক বদরুল ইসলাম, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, দৈনিক আমার দেশ প্রতিনিধি হারিস মোহাম্মদ, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি কামরুল হাসান নোমান, দৈনিক সমকাল প্রতিনিধি বেলাল হোসেন, দৈনিক সিলেট মিরর প্রতিনিধি হাবীবুর রহমান খান, সাংবাদিক সালমান হোসেন প্রমুখ।