নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রনে সরকার ব্যর্থ: শায়খুল হাদীস ইসমাঈল নূরপুরী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ১৯ ২০২২, ০০:২১

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী বলেছেন, দেশের অবস্থা খুবই খারাপ। চাল,ডাল, তেল চিনিসহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বেড়েই চলছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে ন। সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ব্যবসায়ীদের একটি চক্র সিন্ডিকেটের মাধ্যমে জিনিসপত্রের সংকট তৈরি করছে। সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। মানুষের কষ্টের সীমা নেই। মানুষকে বাঁচতে দিন। দু বেলা ভাত খেয়ে বাঁচতে পারে সে ব্যবস্থা করুন। না হয় দেশের পরিস্থিতি ভালো থাকবে না।

তিনি সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ কারাগারে বন্দী আলেম উলামাদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি আজ পুরানা পল্টনস্থ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিসে মাসিক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমীর মাওলানা আফজালুর রহমান, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান্ আলী, মাওলানা আব্দুল আজিজ, মুফতি শরাফত হোসাইন, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা ফয়সাল আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, নির্বাহী সদস্য মাওলানা সামিউর রহমান মুসা, মাওলানা আব্দুন নূর, মুফতি হাবীবুর রহমান, মাওলানা সাব্বির আহমদ উসমানী, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা রুহুল আমীন খান, ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন প্রমূখ।