নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ নিতে হবে

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ১৩ ২০২২, ১০:৩৬

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা ইসমাঈল নুরপুরী বলেছেন, রমজান মাসেও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমেনি। মানুষের কষ্ট হচ্ছে। সুতরাং জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

মঙ্গলবার (১২ এপ্রিল) পুরানা পল্টনের পুস্পদাম রেষ্টুরেন্টে বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, একজন মুসলিম নারী বালেগা হওয়ার পর তার উপর ইসলামের বিধান হলো পর্দা তথা হিজাব ফরজ করা হয়েছে। অথচ সংখ্যাগরিষ্ট মুসলিম দেশে একটি গোষ্ঠী বিভিন্ন জায়গায় হিজাব পরিহিতা নারীদেরকে তুচ্ছতাচ্ছিল্য ও হয়রানি করে তা কোনোভাবে মেনে নেওয়া যায় না।

তিনি সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী উলামায়ে কেরাম ও ইসলামী নেতৃবৃন্দকে ঈদের আগে মুক্তি দিতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, নায়েব আমীর মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আব্দুস সবুর আসুদ, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, ইসলামী ঐক্য আন্দোলনের মহাসচিব মোস্তফা তারেকুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, খাদেমুল ইসলামের মহাসচিব মাওলানা আজিজুর রহমান, ইনসাফ টুয়েন্টিফোর সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি মাওলানা মুনিরুল ইসলাম, জাতীয় লেখক পরিষদের সভাপতি মাওলানা শহীদুল ইসলাম ফারুকী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আব্দুল আজীজ, মুফতী শরাফত হোসাইন, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, সহ সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, মাওলানা সামিউর রহমান মুসা, মাওলানা সাব্বির আহমদ, মুহাম্মদ শাহাবুদ্দীন, মাওলানা জসিম উদ্দিন, ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারির জেনারেল মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নূর মোহাম্মদ আজিজী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন, রিয়াদ শাখার সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল আলম, যুব মজলিস ঢাকা মহানগর সভাপতি মাওলানা রাকিব হোসাইন প্রমূখ।