নিত্যপ্রয়োনীয় পণ্যের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে: মাওলানা রেজাউল করিম জালালী
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ১১ ২০২১, ১৯:০১
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার উদ্যোগে দলের লালদিঘিপাড়স্থ কার্যালয়ে শাখা সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইনের সভাপতিত্বে ১১ নভেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ মজলিসে নির্ধারিত বিষয়ে আলোচনা করেন বিশেষ অতিথি দলের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, জেলা শাখার সহ সভাপতি মাওলানা আব্দুল কাইয়্যুম হাজীপুরী।
সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমান ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুর রবের যৌথ সঞ্চালনায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে দলের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী বলেন, চাল, ডাল, ভোজ্যতেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অসহনীয় মূল্যবৃদ্ধির কারণে জনগণ আজ দিশেহারা। নিত্যপণ্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এই অস্থিতিশীল অবস্থায় জনগণ অবর্ণনীয় কষ্টে দিনাতিপাত করছেন। তাই নিত্যদ্রব্যের মূল্য কমাতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
প্রশিক্ষণ মজলিসে বিশেষ অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আব্দুল আজিজ বলেন, দেশের পরিবহন সেক্টরে অরাজকতা চলছে। অস্বাভাবিক ভাবে গাড়ী ভাড়া বৃদ্ধি করায় যাত্রীরা অসহায় হয়ে পড়েছেন। তাই পরিবহন ভাড়া নিয়ন্ত্রণ করতে সরকারকে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী মজলিস নেতৃবৃন্দকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। নিরপরাধ আলেম-উলামাকে জেলেবন্দী রাখার পরিণাম শুভ হবে না।
প্রশিক্ষণ মসজলিসে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ, জেলা শাখার সহ সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুস সামাদ, মাওলানা ক্বারী উবায়দুর রহমান, মহানগর মাখার সহ সভাপতি মাওলানা সানা উল্লাহ, জেলা শাখার সহ সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী ও মুফতী মুহাম্মদ মাহবুবুল হক, বায়তুল মাল সম্পাদক মুফতী সৈয়দ নাছির উদ্দিন আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক ক্বারী মাওলানা আসাদুজ্জামান, অফিস ও প্রচার সম্পাদক মাওলানা শাহিদুর রহমান শুহেদ, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা আব্দুল মতিন, ক্বারী সাঈদ আহমদ, মাওলানা আব্দুল জলিল, মাওলানা আশরাফুল হক, মাওলানা সাইফুল আলম প্রমুখ।