নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ০৪ ২০২২, ১০:২৪

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, জিনিসপত্রের দাম বাড়িয়ে বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করছে একদল মুনাফাখোর । চাল, ডাল ভোজ্য তেলসহ দ্রব্যমূল্যের আকাশচুম্বীতে জনমনে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। এভাবে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তে থাকলে অল্প, মধ্য আয়ের মানুষের দুঃখ দুর্দশার কুল-কিনারা থাকবে না।
বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারি রাজধানীর ভাটারাস্থ সাঈদনগর মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আরমান হোসাইনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নাঈম জামশেদের সঞ্চালনায় অনুষ্ঠিত নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, মহামারি করোনার কারণে মানুষ বিপর্যস্ত। তার উপর জিনিসপত্রের দাম বৃদ্ধি সাধারণ মানুষকে কষ্টে নিপতিত করেছে ।
বিশেষ অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ্য মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, করোনার খোড়া অজুহাতে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষাব্যবস্থা ধ্বংস করার পায়তারা চলছ। দেশের সকল প্রতিষ্ঠান খোলা রেখে শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে বিধি নিষেধে প্রয়োগের মাধ্যমে সরকার প্রমাণ করেছে তারা শিক্ষাকাঠামো ধ্বংসের নীলনকশা তৈরীতে ব্যস্ত। অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার আহবান জানান তিনি। ।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নুরুল করীম আকরাম বলেন, প্রতিষ্ঠাকাল থেকে অদ্যাবধি আদর্শ ছাত্রসমাজ তৈরীতে দেশব্যাপী ব্যাপক ভূমিকা রেখেছে ইসলামী ছাত্র আন্দোলন । দেশ ও দশের কল্যাণে গত ত্রিশ বছরে ইসলামী ছাত্র আন্দোলনের ভূমিকা অনস্বীকার্য।
সম্মেলনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২২ সেশনের কমিটি ঘোষনা করা হয়। নবগঠিত কমিটিতে নাঈম বিন জামশেদ কে সভাপতি মাইদুল হাসান সিয়ামকে সহ-সভাপতি ও ইউসুফ সিরাজীকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এডভোকেট শওকত আলী হাওলাদার, ছাত্র আন্দোলন নগর উত্তরের সহ-সভাপতি মুহাম্মাদ কাউসার আহমদ, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহমান , অর্থ ও কল্যান সম্পাদক মিযান বিন নজির, প্রকাশনা ও দফতর সম্পাদক আবু বকর সিদ্দিক , কওমি মাদরাসা সম্পাদক আমীন শরিফ, আলিয়া মাদরাসা সম্পাদক আনাস আব্দুল্লাহ, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক মুহাম্মাদ নুরুন্নবী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সুহাইল তানভীর, নগর আমেলার সদস্য মুহাম্মাদ মাহদি হাসান সহ নগর শুরা ও থানা শাখার নেতৃবৃন্দ।