নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মুল্য বৃদ্ধির প্রতিবাদে জাসদের মানববন্ধন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ২৬ ২০২২, ১৯:২৮

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:  সয়াবিন তেল,চাল,ডাল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মুল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা জাসদের মানববন্ধন।

আজ সকাল সাড়ে ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা জাসদের সভাপতি(ভারপ্রাপ্ত) শরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে

নিম্ন ও মধ্যেবিত্তের জন্যে রেশনিং ব্যাবস্থা চালু করা এবং অবৈধ ভাবে তেল,চাল মজুদকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। এ সময় তিনি বলেন, মধ্যবিত্তরা দিনে বা রাতে লাইনে দাড়িয়ে পণ্য কিনতে পারেনা।

চাল, তেলের মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধি করছে অবধৈ মজুদদারেরা।তিনি আরো বলেন,যাদের টাকায় এ দেশ চলে তাদের জন্য প্রতিটি ওর্য়াডে,ওর্য়াডে রেশনিং ব্যাবস্থা চালু করতে হবে। সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা বাবলুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম,শ্রমিক জোটের সভাপতি শাহজামাল,সাবেক জেলা ছাত্র লীগ(জাসদ) সভাপতি, আব্দুল মজিদ, জেলা ছাত্র লীগের(জাসদ) সভাপতি তনু খান সহ অন্যান্যরা।