নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকারের অভিযান

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ১৮ ২০২০, ২০:০৮

মেহেদী হাসান, পটুয়াখালী প্রতিনিধি;

নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে আজ ১৮/৪/২০২০ খ্রীস্টাব্দ তারিখ পটুয়াখালী জেলার সদর উপজেলার নিউমার্কেট ও পুরান বাজারে করোনা সংকট ও আসন্ন রমজান মাসে যাতে পণ্যের দাম স্থিতিশীল থাকে ও কৃত্রিম সংকট সৃষ্টি না হয় সে উপলক্ষে মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।

এসময় ব্যবসায়ীদের দাম না বাড়ানোর জন্য ও সাধারণ মানুষকে প্রয়োজনের অতিরিক্ত পন্য ক্রয় না করার জন্য সতর্ক করা হয়। এবং করোনা ভাইরাস পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সকলকে অনুরোধ করা হয়। এসময় সরকারের পন্যের পর্যাপ্ত মজুদ রয়েছে তাই কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য অনুরোধ করা হয়।