নিজের মেয়ের প্লেট থেকে খাবার খাওয়ার অপরাধে কাজের মেয়েকে হত্যা করলো গৃহকর্ত্রী
একুশে জার্নাল
জানুয়ারি ৩০ ২০১৯, ১৪:২৫

একুশে জার্নাল ডেস্ক: পাকিস্তানের লাহোরে নিজের মেয়ের প্লেট থেকে একটু খাবার নিয়েছিলো কাজের মেয়ে। সেই কারনে গৃহকর্ত্রী মহিলা কাজের মেয়েটিকে হত্যা করে। বাড়ির মালিক মহিলা মাহরুখ স্থানীয় একটি ব্যাংক অফিসার।
জানা যায় কাজের মেয়ে উযমা খাবার সময় গৃহকর্তীর মেয়ের প্লেট থেকে কিছু তরকারি নিয়ে খায়। সেই অপরাধে মা কাজের মেয়েটিকে রান্না ঘরের সরঞ্জাম দিয়ে মাথায় প্রচন্ড আঘাত করে। এতে কাজের মেয়েটির অবস্থা খুবই আশংকাজনক হয়ে পরে। তারপর মেয়েটিকে হাসপাতালে নেয়ার পরিবর্তে মহিলা এবং তার মেয়ে আইমা ও ননদ রেহানা মিলে কাজের মেয়েটির দেহকে টেনে নিয়ে পাশের একটি ড্রেনের ওয়ালের সাথে ধাক্কা মেরে শরীরকে তেথলে দেয়। তারপর কাজের মেয়ের নিথর দেহকে সেই ড্রেনে ফেলে আসে ঘাতকরা।
পুলিশ ঘাতক গৃহকর্তী ও বাকি দুজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় পুরো পাকিস্তানজুড়ে শুরু হয়েছে প্রতিবাদ বিক্ষোভ।