নিজের বেতনের টাকা দিয়ে দুস্থদের জন্য খাদ্যসামগ্রী পাঠালেন- এস.আই ওয়াহিদ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ০৪ ২০২০, ০৮:২৫

ফরিদপুর জেলা প্রতিনিধি;

ফরিদপুরের সালথা উপজেলার বাংরাইল গ্রাম এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের জন্য নিজের বেতনের টাকা দিয়ে খাদ্যসামগ্রী পাঠালেন বাংরাইল মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, পুলিশ অফিসার এস.আই ওয়াহিদ সুমন। তিনি ঢাকার দারুস-সালাম থানায় সাব- ইন্সপেক্টর (এস.আই) পদে কর্মরত আছেন। ওয়াহিদ সুমন বাংরাইল গ্রামের মুন্সী বাড়ির মৃত আফজাল হোসেন আবু মুন্সীর ছেলে।

শুক্রবার বিকালে করোনা ভাইরাসের কারনে গ্রামের দুস্থ মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক তুরাপ মোল্যা, সেন্টু মুন্সী, সেলিম মুন্সী, রাজু মুন্সী, আবুল হোসেন প্রমুখ।

সেন্টু মুন্সী বলেন, করোনা ভাইরাসের কারনে আমাদের এলাকার যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের কথা চিন্তা করে মুন্সী ফাউন্ডেশনের পক্ষে পুলিশ অফিসার ওয়াহিদ সুমনের আর্থিক সহযোগিতায় ১শ’ টি দুস্থ পরিবারের মাঝে ৫ কেজি চাউল, ৩ কজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবন, ১ টি করে সাবান বিতরন করা হয়েছে।

মুঠোফোনে এস.আই ওয়াহিদ সুমন বলেন, করোনা ভাইরাসের কারনে সমাজের খেটে খাওয়া দরিদ্র কর্মহীন মানুষের কথা চিন্তা করে আমি আমার ব্যাক্তিগতভাবে দুই মাসের বেতনের টাকা দিয়ে আমার গ্রামের ১শ’ টি পরিবার ও ঢাকার কিছু অসহায় মানুষের জন্য সামান্য চেষ্টা করেছি। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে অনেক ভালো লাগে। তাই ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো – ইনশাল্লাহ ।

(এস.আই) ওয়াহিদ সুমনের পাঠানো খাদ্যসামগ্রী হাতে পেয়ে গরিব, অসহায়, দুস্থ মানুষগুলো খুশিতে তার প্রশংসা করতে দেখা যায়।