নিখোঁজ নিশু প্রেমিকসহ ঢাকায় আটক
একুশে জার্নাল
জুলাই ১০ ২০১৯, ১৮:২৭
চকবাজার গুলজার টাওয়ারে কোচিং করতে এসে উধাও হয়ে যাওয়া তাহমিনা আক্তার নিশু সহ তার প্রেমিককে ঢাকা থেকে আটক করেছে পুলিশ।
নিশু ও তার প্রেমিককে প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার কেরানীগঞ্জ এবং যাত্রাবাড়ি থেকে আটক করেছে পুলিশ। নিশু ও তার প্রেমিককে উদ্ধারের বিষয়টি চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমাদের প্রতিনিধিকে নিশ্চিত করেছেন।
তাহমিনা আক্তার নিশু প্রতিদিনের মতো গত ৮ জুলাই চকবাজারের একটি মেডিকেল ভর্তি কোচিং-এ আসে মায়ের সাথে। তার মা অভিভাবকদের অপেক্ষমান কক্ষে থাকলেও নিশু কোচিং থেকে মায়ের অগোচরে বেরিয়ে যায়। পরে আত্মীয়-স্বজনদের বাসা বাড়িতে খুঁজে না পেয়ে ওই দিন রাতেই তার পিতা তোফায়েল আহমেদ চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন। ৮ জুলাই রাত থেকেই চকবাজার থানা পুলিশ তার সন্ধান শুরু করেন।
৯ জুলাই পুলিশ নিশ্চিত হয় নিশু রাজধানী ঢাকায় অবস্থান করছে। সাথে সাথে পুলিশের একটি চৌকস দল রাজধানী চলে যায়। বুধবার (১০ জুলাই) প্রথম প্রহরেই নিশু তার প্রেমিক সহ পুলিশের হাতে আটক হয়।
এদিকে, নিশু নিখোঁজ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে নিয়ে বেশ গুজব রটে। নগরীর মোহরা এলাকায় ছুরিকাঘাতে নিহত হওয়া রেখা নামে এক কিশোরীর ছবিকে নিশুর ছবি হিসেবে চালিয়ে দিয়ে গুজবও রটানো হয়। আবার কেউ কেউ নিশুকে পদ্মার সেতুর গুজবের সাথে মিলিয়ে স্ট্যাটাসও দিয়েছে।
এ বিষয়ে ওয়াব এর এডমিন মাজহারুল ইসলাম বলেন, হঠাৎ করে কেউ উধাও হয়ে গেলে প্রথম কাজ হবে নিকটস্থ পুলিশ স্টেশনকে অবহিত করা। গুজবে কান দেওয়া যাবেনা! যাচাই-বাছাই করে সোশ্যাল মিডিয়ায় তথ্য শেয়ার করা উচিত।


