নিখোঁজের ১০ দিন পর শিশু আয়াতের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ২৫ ২০২২, ১৬:৩৩
চট্টগ্রাম নগরীর ইপিডেজ এলাকা থেকে ১০ দিন আগে নিখোঁজ হওয়া ৫ বছর বয়সী শিশু কন্যা আয়াতের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পিবিআই। এদিকে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৫ নভেম্বর) সকালে নগরীর ইপিজেড আকমল আলী রোডের পকেট গেইট এলাকা থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পুলিশ সুপার নাইমা সুলতানা এতথ্য নিশ্চিত করেছেন।
পিবিআই সূত্র জানায়, গত ১৫ নভেম্বর নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকার বাসা থেকে বের হয়ে পার্শ্ববর্তী মসজিদে আরবি পড়তে যায় আয়াত। এক ঘণ্টা পরও আয়াত বাসায় না ফেরায় তার বাবা সোহেল রানা মসজিদে মেয়েকে খুঁজতে যান। কিন্তু মেয়েকে তিনি আর খুঁজে পাননি। এই ঘটনায় ইপিজেড থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন তিনি। এছাড়া আয়াতের রহস্যজনক নিখোঁজ হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার করেন।
ঘটনার পর থেকেই পিবিআই শিশুটির সন্ধানে কাজ শুরু করে।
পরে তারা ইপিজেড থানার আকমল আলী রোড থেকে শিশু আয়াতের স্যান্ডেল জামাসহ বিভিন্ন আলাতম উদ্ধার করতে সক্ষম হয়। পরে উক্ত এলাকায় অভিযান চালিয়ে আয়াতের খণ্ডিত লাশ উদ্ধার করা করে তারা।
পিবিআই জানায়, অভিযান অব্যাহত আছে। ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।