নিখোঁজের দুইদিন পর র্যাবের হাতে আটক কুমিল্লার ব্যবসায়ী জামাল
একুশে জার্নাল ডটকম
জুন ২১ ২০২১, ১৩:০৬

একুশে জার্নাল ডেস্ক: নিখোঁজের দুইদিন পর রাজধানীর শ্যামলি এলাকা থেকে র্যাবের হাতে আটক হয়েছেন কুমিল্লার মোবাইল ব্যাবসায়ী জামাল ইসলাম।
২০ জুন (রবিবার) বেলা পৌনে তিনটায় শ্যামলীর শিশু মেলা এলাকা থেকে তাকে আটক করে র্যাব-২। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে বলে দাবী র্যাবের।
আরো পড়ুন: এবার কুমিল্লা থেকে ব্যবসায়ী নিখোঁজ, থানায় জিডি
রবিবার রাতে র্যাব -২ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-২ এর একটি দল বেলা পৌনে তিনটার সময় শেরেবাংলা নগর থানার শ্যামলী শিশু মেলা এলাকায় অভিযান চালায়। অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য মো. জামাল উদ্দিন ওরফে জামাল ইসলামকে উগ্রবাদী বই ও লিফলেটসহ গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, গত ১৮ জুন (শুক্রবার) সন্ধ্যায় কুমিল্লার হোমনা উপজেলার ঘাড়মোড়া বাজার থেকে নিখোঁজ হন মোবাইল ব্যবসায়ী জামাল ইসলাম। সম্ভাব্য সকলস্থানে খোঁজ না পেয়ে জামালের স্ত্রী হালিমা লিলি বাদী হয়ে সাধারণ ডায়েরি করেন। ডায়েরী নং-৮০০ তারিখ: ১৮-৬-২০২১ইং।