নিউজিল্যান্ডে মসজিদে হামলা, মক্কা শরীফের জুমার খুতবার বিষয়: অহংকার ও বিনয়
একুশে জার্নাল
মার্চ ১৬ ২০১৯, ০৪:২৫

সৌদি আরবের ওয়াকফ মন্ত্রণালয় কর্তৃক গতকাল জুমার খুতবা নির্ধারণ করেছেন অহংকার ও বিনয়।
গতকাল এমন একটি সময় এই বিষয়টি নির্ধারণ করা হয়েছে যখন নিউজিল্যান্ডে মসজিদে ৪৯ জন মুসলমানকে গুলি করে হত্যা করা হয়েছে । প্রসিদ্ধ আরবী গণমাধ্যম খলীজ অনলাইনে এ খবর বলা হয়েছে।
গতকাল খলীজের একটি প্রতিবেদনে বলা হয়, “জুমার বয়ানে মক্কার ইমাম সউদ শুরাইম বলেছেন, অহমিকা সকল সৎকাজকে খেয়ে ফেলে।
তিনি তার বয়ানে নিউজিল্যান্ডে যে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে সে দিকে ইশারাও করেননি। এমনকি দোয়াতেও তাদের প্রসঙ্গ টানেননি।
প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, নিউজিল্যান্ডের ঘটনাটি সৌদি সময় সকাল ৮ টায় ঘটেছে অর্থাৎ খোতবা শুরু হওয়ার ৫ঘন্টা আগে।
এরই মধ্যে সারা বিশ্বের মুসলমানদেরকে এই ঘটনা নাড়া দিলেও ঘটনাটি সৌদি কর্তৃপক্ষের দৃষ্টি কাড়তে পারেনি।
সূত্র: আল খলীজ অনলাইন