নিউজিল্যান্ডে মসজিদে জঙ্গিহামলা পশ্চিমা বিশ্বের মুসলিমবিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ -ইশা ছাত্র আন্দোলন
একুশে জার্নাল
মার্চ ১৫ ২০১৯, ১০:২১

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল-নূর ও লিনউড মসজিদে শ্বেতাঙ্গ উগ্র খ্রিষ্টান ব্রেন্টন টারান্ট কর্তৃক জঙ্গিহামলায় ৪৯ জন মুসলিম নিহত এবং ২০ জনেরও বেশি মুসলিম গুরুতর আহত হন। নিহতদের মধ্যে অন্তত ২ জন বাংলাদেশী মুসলিম নাগরিক বলে নিউজিল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
উক্ত হামলা পশ্চিমা বিশ্বের ইসলামবিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ বলে অভিযোগ করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।
আজ ১৫ মার্চ শুক্রবার দুপুর ২টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর জেলা প্রতিনিধি সভা-২০১৯ এ সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, পশ্চিমা বিশ্ব সুযোগ পেলেই কৌশলে কিংবা সরাসরি ইসলামের বিরুদ্ধাচরণ করে। আজ জুমার মসজিদে প্রকাশ্য হামলা তাদের দীর্ঘদিনের প্রচণ্ড মুসলিম বিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ।
যেহেতু নিহতদের মধ্যে দুইজন বাংলাদেশী নাগরিক, সেহেতু এ ইস্যুতে বাংলাদেশ সরকারের দায় থেকে যায়। তাই আমরা বাংলাদেশ সরকারের মাধ্যমে এই হামলায় জড়িত সন্ত্রাসী ব্যক্তি বা গোষ্ঠীকে চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনার জন্য দাবী করছি।
আমরা মনে করি নিউজিল্যান্ড সরকার যদি মুসলিমবিদ্বেষী গোষ্ঠীকে আশকারা দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করে, তবে বিশ্ব মুসলিম পশ্চিমা সন্ত্রাসীদের বিরুদ্ধে নতুন করে কোন ক্রুসেড এর জন্ম দিতে পারে।
তাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সন্ত্রাসীদের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবী জানাচ্ছি।