নিউক্যাসল মুসলিম সেন্টারে বড় হাজীপুর মহিলা মাদরাসার উন্নতিকল্পে পরামর্শ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ১২ ২০২২, ১৯:০৪

সিলেট জেলার ওসমানীনগরের জামেয়া মদীনাতুল উলুম (মহিলা টাইটেল মাদরাসা) বড় হাজীপুর এর উন্নতি কল্পে এক পরামর্শ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ৯ নভেম্বর (বুধবার) বৃটেনের নিউক্যাসল মুসলিম সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

নিউক্যাসল মুসলিম কমিউনিটির বিশিষ্ট মুরব্বি জনাব আলহাজ্ব আহমদুজ্জামান আনহার মিয়া সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে কোরআনে পাক থেকে তিলাওয়াত করেন হাফিজ শেখ সাদিকুর রহমান।

মাহফিলে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামেয়া বড় হাজীপুর এর নায়েবে মুহতামিম হযরত মাওলানা লুৎফুর রহমান জুনাইদ সাহেব। তিনি সংক্ষিপ্ত ভাবে মাদরাসার আয় ব্যায়ের রিপোর্ট, ছাত্রীদের পরীক্ষার ফলাফল ও মাদরাসার সার্বিক অবস্থা সম্পর্কে উপস্থিত সবাইকে অবগত করেন। মাদরাসার সার্বিক উন্নতির খবর শুনে উপস্থিত সবাই অনেক খুশি হয়ে ভবিষ্যতে সব সময় মাদরাসার পাশে থাকার অঙ্গীকার জ্ঞাপন করেন।

মাহফিলে উপস্থিত ছিলেন জামেয়া বড় হাজীপুর এর অন্যতম খয়েরখাহ জনাব আলহাজ্ব সফজ্জুল খাঁন, জনাব হাজী আব্দুল মুকিত, খয়ের আহমেদ তালেব, জনাব সেলিম আহমদ, জনাব জাকারিয়া খাঁন, জনাব মফজ্জুল খাঁন, খালেদ আহমেদ, শফি আহমেদ ফরিদ, আমিনুর রহমান রাকিক, আজফার মিয়া, আফজল খাঁন, ইস্কান্থর্প থেকে জনাব সুহেব আহমেদ ও নাঈম আহমেদ চৌধুরী, ইফতেখারুল ইসলাম ফয়সল, আলম মিয়া, হাফিজ মোহাম্মদ জামান, মোঃ সুহেল জামান, হাফিজ আশফাক মিয়া, জিলাদ মিয়া, আজম আলী, জাহান খাঁন, শাহান খাঁন, মহসিন খাঁন, জামিল আহমদ খাঁন, রেজওয়ান খাঁন রাজু, রায়হান খাঁন, ফারহান খাঁন, মুজিব মিয়া, কয়েছ আহমেদ, আকবর হুসাইন, কামাল আহমেদ, ডানেল আহমেদ, হাফিজ নিজাম আহমেদ, মোঃ আবুল মিয়া, নাঈম আহমেদ চৌধুরী, নাজমুল খাঁন, হারিছ কোরেশী, আল আমিন খাঁন, তারেক আহমেদ প্রমুখ।