নাসিরনগরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের নগদ আর্থিক সহায়তা প্রদান

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ০৯ ২০২০, ১৯:২৫

প্রদীপ কুমার দেবনাথ, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কয়েকটি গ্রামের উপর দিয়ে গত ৬ জুন এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় বয়ে। মহুর্তের তাণ্ডবলীলায় ধ্বংস স্তুপে পরিণত হয় নাসিরনগর সদরের একটি অংশ, নাসিরপুর, আশুরাইল, কামারগাঁও, বুড়িশ্বর, শ্রীঘরসহ বেশ কয়েকটি গ্রাম।

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন আশুরাইল গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী মোয়াজ্জেম হোসেন চৌধুরী। তার পক্ষে আজ নাসিরনগরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

আজ মঙ্গলবার নাসিরনগর সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার আজদু মিয়ার সভাপতিত্বে এ উপলক্ষ্যে করোনাকালীন সামাজিক দুরত্ব মেনে পশ্চিমপাড়ায় এ বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র ভিত্তিক কবি নজরুল গবেষণা প্রতিষ্ঠান তরঙ্গ ক্যালিফোর্নিয়ার বাংলাদেশ শাখার প্রধান সমন্বয়কারী মো. আরিফ ইকবাল, লায়নস ক্লাব অব নাসিরনগরের প্রেসিডেন্ট সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান, প্রেসক্লাব সভাপতি সুজিত চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, সহ-সভাপতি আক্তার হোসেন ভূঁইয়া, মোরাদ মৃধা, আছমত আলী, শেখ সিরাজুল ইসলাম, শেখ সিরাজুল ইসলাম প্রমুখ।