নালিতাবাড়ীতে বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ১৯ ২০২০, ১৩:৫৮

মোঃনাইমুর রহমান তালুকদার, শেরপুর প্রতিনিধি;

মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্খা লেখা থাকে” এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে বৃহস্পতিবার (১৮ জুন) বিট পুলিশিং এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সুত্রে জানা গেছে, সমাজকে সুন্দর রাখতে শেরপুর জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর নির্দেশনায় নানামুখী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নালিতাবাড়ী শহরের আমবাগান বাজারে থানা পুলিশের ব্যতিক্রমী আয়োজন “বিট পুলিশিং” উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় নালিতাবাড়ী উপজেলাকে মাদক, সন্ত্রাস ও ছিনতাই ইত্যাদি অপরাধমুলক কর্মতৎপরতা রুখতে পুলিশের গৃহীত নানা ধরনের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। এতে সমাজের সুধী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যপারে ওসি বছির আহমেদ বাদল বলেন, প্রাথমিক পর্যায়ে আমরা নালিতাবাড়ী সদর ইউনিয়নকে মনোনিত করেছি পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে আমাদের এ কার্যক্রম চলবে।