নারী নির্যাতন আইনে ওয়ারেন্টভূক্ত আসামী হাসান গ্রেপ্তার

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ১৫ ২০২০, ১৬:৩১

এম.এস আরমান,নোয়াখালী:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুরের মোঃ হাসানকে নারী ও শিশু নির্যাতন মামলায় সোনাগাজী থানার মুহুরী প্রজেক্ট এলাকা থেকে গ্রেপ্তার করেন কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

আজ (১৫ অক্টোবর) বৃহস্পতিবার ভোর রাত ৩ টার সময় এসআই শাহীদ হোসাইনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ফেনী জেলার সোনাগাজী থানার মুহুরী প্রজেক্ট এলাকার সাহাপুর রহমানিয়া মাদ্রাসা সংলগ্নে মান্নান মেস্তরীর বাড়ি থেকে অভিযান পরিচালনা করিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং- ০১ এর মামলা নং-৬৪৩/১৮ এর পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ হাসান, পিতা – মোঃ হোসেন, সাং- মুছাপুর, থানা- কোম্পানীগঞ্জ, জেলা- নোয়াখালীকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, মোঃ হাসান ২০১৪ সালের ২৯ নভেম্বর রামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে আরশাদ উল্লার ছোট মেয়েকে বিয়ে করে,শশুর বাড়ীর সহায়তায় বিদেশে গিয়ে কিছুদিন পর দেশে চলে আসে হাসান,সেই থেকে আবারো বিদেশ যাওয়া ও ব্যবসা করার কথা বলে ধাপে ধাপে হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা,একপর্যায়ে টাকা নাদিতে অস্বীক্রিতী জানালে মারধর করতে থাকে স্ত্রী বিবি হাজেরা বেগমকে। তার এই নির্যাতনের প্রতিবাদ জানালে শশুরকেও হাসান গালাগাল সহ নোংরা আচরণ করে, এক পর্যায়ে সে এলাকা থেকে পালিয়ে যায়, সেই থেকে আজ প্রায় ৩ বছর সে আত্বগোপনে রয়েছে।

উল্লেখ্য, হাসান প্রথম স্ত্রী বিবি হাজেরার অনুমুতি ছাড়া গত ৬ মাস পূর্বে সোনাগাজী থানার মুহুরী প্রজেক্ট এলাকার সাহাপুর রহমানিয়া মাদ্রাসা সংলগ্নে মান্নান মেস্তরীর একমাত্র মেয়েকে বিয়ে করে এবং ঐ বাড়িতেই অবস্থান করে।