নারী ও শিশুর উপর যৌন হয়রানির বিরুদ্ধে ভোলায় মানববন্ধন

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ০৩ ২০১৯, ১৯:৫৫

 

মিজানুর রহমান, ভোলা প্রতিনিধিঃ মঙ্গলবার (৩ আগস্ট’১৯ ইং) সকালে ভোলা প্রেসক্লাবের সামনে নারী ও শিশুর প্রতি যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসাবে ভোলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে তারুন্যের কন্ঠস্বর প্লাটফর্মের জেলা সমন্ময়কারী আদিল হোসেন তপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ ভোলা জেলা সম্পাদক ও সহকারী অধ্যাপিকা জিনাত রেহানা,নারী নেত্রী বিলকিছ জাহান মুনমুন,কোষ্ট ট্রাস্টের আইইসিএম প্রকল্পের প্রকল্প সমন্ময়কারী মিজানুর রহমান, ভোলা থিয়েটারের সম্পাদক আবিদুল আলম,আইসিডিএস এর নির্বাহী পরিচালক মুর্তুজা খালেদ, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি হাসিবুর রহমান সহ প্রমুখ।
এছাড়াও মানববন্ধনে অংশ নেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্কুল কলজের শিক্ষার্থী এবং স্থানীয় ব্যক্তিবর্গ।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে দেশের নানা স্থানে নারী ও শিশুর প্রতি যৌন সহিসংসতার ঘটনা দিনদিন বেড়েই চলেছে। এই ধরনের ঘটনার রেশ ধরে মৃত্যু ও হত্যার মতো ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। এসময় বক্তারা নারী ও শিশু নির্যাতনের ঘটনাগুলোকে দ্রুত বিচার আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান । বক্তারা আরো বলেন, নারীর উপর যেকোন ধরনের নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়ে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে।

এরপরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিন করে।