কিস্তির টাকার জন্য নারীকে আটকে রাখায় নকল কসমেটিক ব্যবসায়ী আটক
একুশে জার্নাল
জুন ০৩ ২০২০, ২২:০৫

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার স্বরূপনগর এলাকায় একটি বাড়ি হতে প্রতারক ও নকল কসমেটিক ব্যবসায়ী মহারাজপুর ইউনিয়নের সৈয়দ আলীর ছেলে আব্দুল কাদের নামে একজনকে আকট করেছে সদর থানা পুলিশ।
এসময় নকল কসমেটিক বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩ জুন বুধবার সদর উপজেলার স্বরূপনগর এলাকায় একটি বাড়িতে এক নারীকে কিস্তির টাকা দেওয়ার নামে আটকে রাখে আব্দুল কাদের।
এসময় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সদর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন। পুলিশ এসে ওই নারীকে উদ্ধার করে এবং বাড়িটিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল কসমেটিক যৌন উত্তেজক ওষুধ, কয়েকটি মোবাইল ফোন ও দুইশতর অধিক তালার চাবি জব্দ করে সদর থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার এসআই নাজমুল জানান তিনি দীর্ঘদিন যাবৎ নারী ব্যবসার সাথে জড়িত তিনি আরও বলেনন ঘটনার তদন্ত সাপেক্ষে তার প্রতি আইনআনুক ব্যবস্থা নেওয়া হবে।