নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল করোনার চিকিৎসাকেন্দ্র ঘোষণা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ০৯ ২০২০, ১৭:৪৬

মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ;

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা কেন্দ্র করার ঘোষণা দেওয়া হয়েছে। ফলে ৩০০ শয্যার সাধারণ সহ সকল রোগীদের সিটি করপোরেশন সংলগ্ন ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। আগামী সপ্তাহ থেকেই এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন মুহাম্মদ ইমতিয়াজ।

৩০০ শয্যা হাসপাতালের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। যা সারা দেশের মধ্যে রোগীর সংখ্যার দিক থেকে ঢাকার পর দ্বিতীয় স্থানে রয়েছে নারায়ণগঞ্জ। ফলে নারায়ণগঞ্জ থেকে রোগীদের ঢাকা নিয়ে চিকিৎসা দেওয়া কষ্ট হয়ে যাচ্ছে। আর ঢাকায় আক্রান্ত রোগীদেরই সেখানে চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পরছে। ফলে নারায়ণগঞ্জ থেকে রোগীদের নিয়ে ঢাকায় চিকিৎসা দিতে আরো ভোগান্তিতে পরতে হয়। এসব কথা চিন্তা করে সরকার নারায়ণগঞ্জে চিকিৎসা কেন্দ্র করার ঘোষণা দেন। ফলে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালকে করোনা রোগীদের চিকিৎসা কেন্দ্র হিসেবে ঘোষণা দেওয়া হয়। আর নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল(ভিক্টোরিয়া হাসপাতাল) রাখা হয় সাধারণ সকল রোগীদের চিকিৎসার জন্য। এজন্যই নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে বুধবার সকালে জিবাণুনাশক পানি ছিটিয়ে পরিস্কার পরিচ্ছন্ন করা হয়।

নারায়ণগঞ্জ সিভিল সার্জন মুহাম্মদ ইমতিয়াজ বলেন, করোনা রোগীদের চিকিৎসার জন্য খানপুরের ৩০০ শয্যা হাসপাতালকে বেছে নেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে এর কার্যক্রম শুরু হবে। এজন্য ৩০০ শয্যা হাসপাতালে নতুন কোন রোগী ভর্তি নেওয়া হবে না। বর্তমানে যারা চিকিৎসাধীন আছেন তাদের ভর্তি রাখা হবে। তবে নতুন যারা আসবেন তাদের ১০০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। তারা সেখান থেকে সকল রোগের চিকিৎসা পাবেন। সেখানে অপরাশেন থেকে সকল চিকিৎসা সেবা দেওয়া হবে। সেই সব ধরনের ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি আগামী সপ্তাহ থেকে শুরু হবে।