নারায়ণগঞ্জ ডিসি অফিসের তিন ম্যাজিস্ট্রেট করোনা আক্রান্ত
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১৯ ২০২০, ২৩:১৯
মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ;
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সহকারি কমিশনার ফারজানা আক্তারের পজিটিভ শনিবার (১৮ এপ্রিল) শনাক্ত হয়। অপর দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া তাবাসসুম ও আব্দুল মতিন খানে পজিটিভের বিষয়টি একই দিন দুপের খবর পাওয়া যায়।
নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন সংশ্লিষ্ট সূত্রে এই তিনজনের করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এরমধ্যে এই কার্যালয়ের মনজুর হোসেন নামে একজন মারা গেছেন। তিনি ডিসি অফিসের ত্রাণ শাখার কর্মচারি ছিলেন।
সূত্র জানায়, আক্রান্ত ওই তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজ নিজ বাড়িতেই চিকিৎসাধিন রয়েছেন। চিকিৎসকের পরামর্শক্রমে তারা সেবা নিচ্ছেন। বর্তমানে তাদের শারীরিক অবস্থা কিছুটা ভালো বলে খবর পাওয়া গেছে।
সহকারী কমিশনার ফারজানা আক্তার রূপগঞ্জে দায়িত্বরত ছিলেন। তাঁর সাথে একই টিমে কাজ করেছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুইয়া, সহকারি কমিশনার ( ভূমি) আফিফা, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। তাই তাদের সকলকে হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেয়া হয়েছে। তারা সকলেই ইতোমধ্যে হোম কোয়ারেন্টাইনে আছেন।তারপরও থেমে নেই জেলা ও উপজেলা প্রশাসন ,ডাক্তার ,নার্স ও জনপ্রতিনিধিরা।
এ ব্যাপারে জানতে চাইলে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, ফারজানা আক্তার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সে আমাদের সাথে দায়িত্ব পালন করেছে। আমার বাসায়ও থেকেছে। তাই করোনা ভাইরাসের সতর্কতার অংশ হিসেবে আমি সহ আমাদের টিমের সবাই হোম কোয়ারেন্টাইনে রয়েছি। সোমবার আমাদের নমুনা পরীক্ষা করা হবে। অলনাইনের মাধ্যমে আমি কাজ করে যাচ্ছি। কাজের কোনো সমস্যা হচ্ছে না। উপজেলা প্রশাসনের অন্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শিফট অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করে যাচ্ছে।