নারায়ণগঞ্জে এসপির গাড়ি চালক করোনায় আক্রান্ত: চিন্তিত পুলিশ প্রশাসন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ১৫ ২০২০, ১৮:১৪

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলমের গাড়িচালক (ড্রাইভার) সানোয়ার হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে এ তথ্য জানান এসপি জায়েদুল আলম। তিনি জানান, চালক শারীরিকভাবে সুস্থ আছে তবে বিকেলে তার টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে।

তিনি আরো জানান, আপাতত জানার পর আমরা তাকে বিকেলেই আইসোলেশনে পাঠিয়েছি। যেহেতু তিনি শারীরিকভাবে সুস্থ আছেন তাই তাকে আবারো ১ সপ্তাহ পরে টেস্ট করানো হবে। আপাতত আইসোলেশনে থেকে তিনি চিকিৎসা সেবা নিবেন।

জেলায় ইতোমধ্যে দুজন সাংবাদিক আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। আক্রান্তের তালিকায় রয়েছেন রাজনীতিবিদ, ব্যবসায়ীও। ইতিমধ্যে জেলায় ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

প্রসঙ্গত, এর আগে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইমতিয়াজ, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলামসহ বেশ কয়েকজন ডাক্তার, নার্স, ওয়ার্ড বয় ও এ্যাম্বুলেন্স চালক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। তাদের সংস্পর্শে এসে আরো ডজন খানেক স্বাস্থ্য কর্মী কোয়ারেন্টিনে রয়েছেন।

সবশেষ নারায়ণগঞ্জের খানপুরে ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতাল যেটি এখন করোনা হাসপাতাল হিসেবে পরিচিত সে হাসপাতালের প্রধান চিকিৎসা তত্ত্বাবধায়ক ও উপ পরিচালক (স্বাস্থ্য) ডা. গৌতম রায় সহ ১৭ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন গৌতম রায়। তিনি বর্তমানে এ হাসপাতালেই আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, আমার হাসপাতালের একজন মেডিসিন ডাক্তার ইতিমধ্যে আক্রান্ত হয়ে সবার আগে আইসোলেশনে রয়েছেন। পরে আরো তিনজনকে পাওয়া যায় পজিটিভ। তাদের ৪ জনের পর এখানকার স্টাফদের টেস্ট করানো হয়। আজ আমিসহ ১৩ জনের রিপোর্ট এসেছে পজিটিভ। আপাতত আমি এখানেই আইসোলেশনে রয়েছি। আমরা মোট এ হাসপাতালের ১৭ জন এখন করোনা আক্রান্ত।

মাহবুবুর রহমান/ একুশে জার্নাল