নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাব লকডাউন
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১১ ২০২০, ২১:৩৮

শনিবার ১১ এপ্রিল বিকেলে জেলা প্রেসক্লাব লকডাউন ঘোষণা করে প্রেসক্লাবের সকল সদস্যদের জানানো হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম বলেন, আগামী ২৫ এপ্রিল পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাব লকডাউন করা হয়েছে।এ সময় যে সকল সাংবাদিক কাজ করবেন তারা অবশ্যই পিপিই অর্থাৎ পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট বা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করবেন। তারপরেও কেউ অসুস্থতা অনুভব করলে আমাকে জানাবেন।
নারায়ণগঞ্জে সরকারি হিসাবে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮৩ জন এবং মারা গেছে ৯ জন। নারায়ণগঞ্জ থেকে অন্য জেলায় যাওয়া মানুষের মধ্যেও সংক্রমণ ধরা পড়েছে।এ কারণে নারায়ণগঞ্জ কে বলা হচ্ছে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের নতুন এপিসেন্টার। পুরো জেলা ইতিমধ্যে অবরুদ্ধ করা হয়েছে।