নারায়ণগঞ্জ জেলায় মোট আক্রান্ত ১৭৮৩, মৃত্যু ৬৪
একুশে জার্নাল ডটকম
মে ১৯ ২০২০, ১৩:৫২
নিজস্ব প্রতিবেদক;
নারায়ণগঞ্জ জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১২৫ জন। যা এ পর্যন্ত ২৪ ঘন্টার সর্বোচ্চ আক্রান্তের হার।এ নিয়ে জেলাজুড়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৭৮৩ জনে।
এছাড়াও গত ২৪ ঘণ্টার হিসেবে এই জেলায় আরও ২২ জন সুস্থ হয়েছে। এ নিয়ে জেলায় করোনামুক্ত হলেন ৪৯২। জেলায় নতুন এক মৃত্যু নিয়ে এ পর্যন্ত ভাইরাসটিতে মারা গেছেন ৬৪ জন। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৭৩৬১জনের।
মঙ্গলবার (১৯ মে) সকালে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সিভিল সার্জন অফিস জানিয়েছে, জেলায় মোট আক্রান্তের ৮৫৩ জন হচ্ছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার। যা আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা। আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে সদর উপজেলা। এ উপজেলায় ৫৬২ জন আক্রান্ত হয়েছে।
এছাড়া আড়াইহাজার ৫৬, বন্দর ৪৪, রূপগঞ্জ ১৫২, সোনারগাঁ উপজেলায় ১১৬ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ মৃত্যু ৪৪ এবং সদর উপজেলায় ১৫ জন। অন্যান্য উপজেলার মধ্যে বন্দরে ১, রূপগঞ্জে ১ এবং সোনারগাঁয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। আড়াইহাজার উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কোন মৃতের ঘটনা ঘটেনি।
এদিকে নারায়ণগঞ্জ জেলায় ১৮ মে সোমবার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১৬৫৮, মৃত্যু ৬৩ ও সুস্থ ৪৭০ জন।