নারায়ণগঞ্জে সুস্থ হওয়ার সর্বোচ্চ রেকর্ড

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ১৪ ২০২০, ১৫:০৮

নিজস্ব প্রতিবেদক:

বৃহস্পতিবার ১৪ মে সকাল সাড়ে ৮টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় করোনা আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৭৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত বেড়েছে ৬২ জন।

সিভিল সার্জনের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বৃহঃবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত জেলায় ৩৭৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছে ৬২ জন। নতুন কোন মৃত্যু হয়নি। এছাড়া ২৪ ঘন্টায় ৮১ জন সুস্থ হয়েছেন। যেটা জেলার চব্বিশ ঘণ্টার সর্বোচ্চ সুস্থ হওয়ার খবর। এ নিয়ে জেলায় ৫৭৪৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত জেলায় মৃত্যুর সংখ্যা ৫৯ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ২৭৯ জন।

বুধবার ১৩ মে সকাল সাড়ে ৮টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় করোনা আক্রান্ত ছিলেন ১ হাজার ৪১৩, সুস্থ ১৯৮ এবং মৃত্যু ৫৯ জন।

এ পর্যন্ত সিটি ও সদর এলাকার তুলনায় অন্য উপজেলা গুলোতে আক্রান্ত কম ছিল। সেখানে গত চারদিন যাবৎ অনেক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

১৪ মে সকাল সাড়ে ৮টা পর্যন্ত পুরো জেলার পরিসংখ্যান:-

স্থান– নমুনা -আক্রান্ত -সুস্থ -মৃত্যু

সদর:২৩৭৩ – ৪৯৯ – ৪৯ – ১৩

সিটি:১৩৪৭ –৭৩৫ –১৯৩ – ৪২

বন্দর: ৩৬০ – ৩৩ – ০৪ – ০১

সোনা: ৩৯১ – ৭১ – ১৪ – ০২

আড়াই:৫৭৯ – ৪৫ – ১৫ – ০০

রূপগ: ৫৯৫ – ৮২ – ০৪ – ০১