নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ১৩ ২০২০, ১৯:৪২

স্টাফ করেসপন্ডেন্ট

শনিবার (১৩ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিরোজপুর এলাকার মৃধাকান্দি স্টীল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোঃ রুস্তম হোসাইন (৩৭)। সে সাতক্ষীরার কলারোয়া উপজেলার মোঃ আবুল হোসেনের ছেলে। নিহত রুস্তম মেঘনার হামদর্দ ল্যাবরেটরীজে চাকরিরত ছিলেন। সেই সুবাদে সোনারগাঁওয়ের হাবিবপুর এলাকায় ভাড়া বাসায় স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন।

জানা গেছে, দুপুর দুইটায় তার ডিউটি উপলক্ষে মোটরসাইকেল যোগে বাসা থেকে অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে এ দূর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে বৃষ্টির কারণে এ দূর্ঘটনা ঘটে থাকতে পারে।

খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।