নারায়ণগঞ্জে মোট নমুনা সংগ্রহ ৭৮০৪, আক্রান্ত ১৮২৪

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ২০ ২০২০, ১৫:৫৯

নিজস্ব প্রতিবেদক; নারায়ণগঞ্জে ২০ মে বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত করোনায় নতুন আক্রান্তের সংখ্যা ৪১ জন, এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১৮২৪ জন, নতুন কোন মৃত্যু ও সুস্থ নেই বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস।

জেলা সিভিল সার্জন অফিসের দেয়া তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত জেলায় মাত্র ৪৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছে ৪১ জন।

এ নিয়ে জেলায় মোট ৭৮০৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত জেলায় মৃত্যুর সংখ্যা ৬৪ জন। সুস্থ হয়েছে ৪৯২ জন।

সংক্ষেপে পুরো জেলার করোনা চিত্র:

স্থান-নমুনা-আক্রান্ত- সুস্থ- মৃত্যু

সিটি- ২০০৬ – ৮৬৭ -৩৩২ -৪৪

সদর-২৬১৮ – ৫৮৭ -১১২ – ১৫

বন্দর- ৪৭১ – ৪৫ – ০৮ – ০১

আড়াইহাঃ-৭৪১- ৫৬ – ১৭ -০০

সোনারগাঁ-৬২৭ -১১৭ -১৮ -০৩

রূপগঞ্জ- ১৩৪১ – ১৫২ – ০৫ -০১

তথ্য সূত্র: জেলা সিভিল সার্জন অফিস, নারায়ণগঞ্জ