নারায়ণগঞ্জে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪১১;  ৩০ জনের মৃত্যু 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ২০ ২০২০, ১৪:৫৮

মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ;

নারায়ণগঞ্জে গত চব্বিশ ঘণ্টায় ৮১ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে।এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১১ জনে। গত চব্বিশ ঘণ্টায় ৪ জন সহ মোট মৃত্যু হয়েছে ৩০ জনের।

২০ এপ্রিল (সোমবার) সকালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ তথ্য জানান সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডাঃ জাহিদুল ইসলাম।

জাহিদুল ইসলাম বলেন,গত চব্বিশ ঘণ্টায় জেলায় ১১৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।যার মধ্যে ৮১ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।এ পর্যন্ত জেলায় মোট ৯৫৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি

নারায়ণগঞ্জ সিটি এলাকায় (শহর, বন্দরের কদমরসুল ও সিদ্ধিরগঞ্জ থানা) গত চব্বিশ ঘণ্টায় ৬৫ জনের পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে।এ নিয়ে ৩১৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।২০ জনের মৃত্যু হয়েছে, সুস্থ হয়েছে ৭ জন।

নারায়ণগঞ্জ সদর

নারায়ণগঞ্জ সদর উপজেলায় (ফতুল্লা,আলীরটেক ও গোগনগর ইউনিয়ন) গত চব্বিশ ঘণ্টায় ৪২ জনের নমুনা সংগ্রহের মধ্যে ১০ জনের পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে।এ নিয়ে মোট ৫০৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।যাদের মধ্যে আক্রান্ত ৬৬ জন, সুস্থ ৭ জন ও মৃত্যু ৮ জন।

আড়াইহাজার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গত চব্বিশ ঘণ্টায় ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যাদের মধ্যে ৩ জনের পজেটিভ এসেছে। উপজেলায় মোট ৮৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার ১২ জন আক্রান্ত, সুস্থ ১ জন ও উপজেলায় এখনো কোনো মৃত্যু হয়নি।

রূপগঞ্জ

রূপগঞ্জ উপজেলায় গত চব্বিশ ঘণ্টায় ৫ জনের নমুনা সংগ্রহের মধ্যে কারোই পজেটিভ আসেনি।এ নিয়ে মোট ৪৫ জনের নমুনা সংগ্রহ করা হলো।যার মধ্যে ৫ জনের পজেটিভ, মৃত্যু ১ জন ও সুস্থ হয়েছে ১ জন।

সোনারগাঁও

সোনারগাঁ উপজেলায় গত চব্বিশ ঘণ্টায় ১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের ৩ জনের পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে।এ নিয়ে মোট ২৩ জনের নমুনা সংগ্রহ করা হলো।যার মধ্যে ৬ জনের পজেটিভ এসেছে,কেউ এখনো সুস্থ হয়নি এবং মৃত্যু বরণ করেনি।

বন্দর উপজেলা

এ উপজেলায় গত চব্বিশ ঘণ্টায় ১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, তাদের কারোই পজেটিভ রিপোর্ট পাওয়া যায়নি।এ পর্যন্ত মোট ৫৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের ৫ জন আক্রান্ত, মৃত্যু বরণ করেছে ১ জন ও কেউ সুস্থ হয়নি।