নারায়ণগঞ্জে মোট আক্রান্ত ৩৭০৫, সুস্থ ১০৮০ ও মৃত্যু ৯০ জন
একুশে জার্নাল ডটকম
জুন ০৯ ২০২০, ১৩:৫৮
স্টাফ করেসপন্ডেন্ট
নারায়ণগঞ্জে ০৯ জুন মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের সংখ্যা তিন হাজার সাতশো ছাড়িয়েছে।
মঙ্গলবার সকালে সিভিল সার্জনের দেয়া তথ্য মতে নতুন আক্রান্তের সংখ্যা ১১১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৩৭০৫ জন। ১ জনের মৃত্যু, নতুন করে সুস্থ হয়েছে ৯০ জন। সব মিলে মোট মৃত্যু ৯০ ও সুস্থ ১০৮০ জন।
সংক্ষেপে পুরো জেলার করোনা চিত্র:
স্থান -আক্রান্ত–সুস্থ –মৃত্যু
সিটি – ১৩৪৬ – ৬০০ – ৫৩
সদর – ১০০৭ – ৩৬৫ – ১৯
বন্দর- ১১০ – ২১ – ০২
আড়াইহাজার- ৩১৭–৪৭ -০২
সোনারগাঁ – ৩০৭ – ৩২ – ১২
রূপগঞ্জ– ৬১৮ – ১৫ – ০২