নারায়ণগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ১৭ ২০২০, ১৭:৪০

নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণ পাড়া এলাকায় মাদক সেবনে বাধা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

নিহত ছোট ভাইয়ের নাম আলী আহমেদ (৫০)। সে মিজমিজি দক্ষিণ পাড়া এলাকার মৃত কমরউদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৮ এপ্রিল বুধবার রাতে মিজমিজি দক্ষিন পাড়া এলাকায় নিজ বাসার সামনে নিহতের বড় ভাই আলী হোসেন (৫৫) ভাগ হওয়া সম্পত্তি বিক্রি ও মাদক সেবনে বাধা প্রদানের কারণে তার ছোট ভাই আলী আহম্মদের সাথে প্রাথমিক বাকবিতন্ডা থেকে হাতাহাতির সৃষ্টি হয়। এক পর্যায়ে বড় ভাই আলী হোসেন ছোট ভাই আলী আহম্মদকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন চলে আসলে আলী হোসেন পালিয়ে যায়। পরে আহত অবস্থায় প্রথমে সাইনবোর্ডের প্রোএ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়। ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ ঘটনার পর থেকে ঘাতক বড় ভাই আলী হোসেন পলাতক রয়েছেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের ছুরির আঘাতে ছোট ভাই আলী আহম্মদ খুন হয়েছেন। এ ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। মামলার প্রস্ততি চলছে।

মাহবুবুর রহমান/ একুশে জার্নাল